
গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার দিতে ফুলের দোকানে শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষের ভিড় জমেছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন জায়গায় এ চিত্র দেখা গেছে।
উপজেলার কালিয়াকৈর বাজারের আশপাশে স্থায়ী ও ভাসমানসহ প্রায় অর্ধশতাধিক ফুলের দোকান রয়েছে। এসব দোকানে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ ফুল কিনতে ভিড় করছেন।
দোকানগুলোয় একেকটি লাল গোলাপ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। রজনীগন্ধা স্টিক বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০টাকায়। চায়না গোলাপ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০টাকায়।
ফুল বিক্রেতা সেলিম জানান, গত বছরের চেয়ে এ বছর ফুল বেচাকেনা ভালো। সকাল থেকেই বেচাকেনা ভালো হচ্ছে। আশা করছি দুপুরের পর বিক্রি আরও ভালো হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।