
ক্রিকেট প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ ম্যাচে সিলেট ২০ ওভার শেষে নোয়াখালীকে পরাজিত করেছে। ইনিংসের শেষ ৩ ওভারে ২৪ রানের দরকার থাকা সিলেটের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মেহেদি হাসান রানা। ১৮তম ওভার থেকে তিনি মাত্র ৫ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৩ উইকেট নেন, যা ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেয়। ১৯তম ওভারেও মাত্র ৬ রান দিয়ে বোলিং করেন হাসান। শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ১৩ রান, যা তারা এক ছক্কা ও চার মেরে সহজেই পূরণ করে।
নোয়াখালী প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৬১ রান অপরাজিত অঙ্কনের।
জবাবে খেলা সিলেট দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। শুরুতেই তারা তাদের দুই ওপেনার সায়িম আইয়ুব ও রনি তালুকদারকে হারায়। এরপর মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন দলকে সামলে খেলেন। ইমন ৪১ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষ দিকে আবারো ম্যাচে ফিরে আসে নোয়াখালী, তবে ইথান ব্রুকসের ১৩ বলে ১৬ রান সিলেটকে জয় এনে দেয়।
নোয়াখালী ইনিংসে শুরুতেই তিন ওপেনার ডাক খেয়ে ফিরে গেলে দল বিপদে পড়ে। তবে সৈকত আলি ও সাব্বির হোসেন কিছুটা দমন করতে সক্ষম হন। অঙ্কন ৫১ বলে অপরাজিত ৬১ রানের অবদান রাখেন।
ম্যাচ শেষে সিলেটের এই জয় তাদের জন্য খুবই মূল্যবান।