
সর্বশেষ টেস্ট সিরিজে হারের গ্লানি মুছে জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে ঘুড়ে দাঁড়িয়ে জয় পেতে চায় টাইগাররা। প্রথম টেস্টে তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের সময়টা খারাপ যাচ্ছে ব্যাটিং ব্যর্থতার কারণে। সিলেটের উইকেটও ব্যাটিং সহায়ক। তাই এই ম্যাচে বাংলাদেশের ব্যাটররাও চাইবে রান পেতে।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে বোলার হাসান মুরাদের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ১০৮তম ক্রিকেটার এই বাঁহাতি স্পিনার।
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে টসে হেরে শুরুতে বোলিং করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯ টায়।
বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাডে কারমিচায়েল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।