News update
  • Khagrachhari violence: 3 cases against 1, 000 unknown people     |     
  • Durga Puja ends today thru immersion of idol     |     
  • Bay Deep depression likely to cross Odisha by Thursday night     |     
  • Human Rights Groups Urged to Unite Against Racism     |     
  • UN, Civil Society Urge Action on Rohingya Rights in Myanmar     |     

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-02, 4:29pm

f390898b340316c20ddca98814c8ca994059fde85caabb7b-706a7a1da034d5388e8894e26099673a1759400969.jpg




পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে জ্যোতিরা।

কলম্বোতে বৃহস্পতিবার (২ অক্টোবর) ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।

বিশ্বকাপ মিশনের শুরুতে  নিগার সুলতানা জ্যোতিদের চেনা প্রতিপক্ষ। এই পাকিস্তানের বিপক্ষে জিতেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ফাহিমা, রাবেয়ারা। কারণ, মূল পর্বের আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে নাটকীয় ম্যাচে হারিয়েছে ১ রানের ব্যবধানে।

দুই দলের খেলা সবশেষ ৫ ম্যাচে ফলাফল ২টি করে জয়। একটি ম্যাচ টাই হলে সেই ম্যাচ সুপার ওভারে জিতে বাংলাদেশ। পরিসংখ্যানে এগিয়ে আছে টাইগ্রেসরা।

অন্যদিকে, পাকিস্তানও প্রস্তুত সেরাটা নিয়ে শুভ সূচনা করতে। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বিশ্বকাপের সবগুলো ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। সেই দিক থেকে কিছুটা সুবিধা পাবে সিদরা আমিনরা। কারণ, ভ্রমণের ঝক্কি ঝামেলা পোহাতে হবে না তাদের। বাংলাদেশের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার কারণে দুই দলের লড়াইটা জমজমাট হবে সেটাই প্রত্যাশা।

পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক), রামিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বাইগ ও সাদিয়া ইকবাল।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।