News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

বিকেলে বোর্ড সভায় বিসিবি সভাপতি হচ্ছেন বুলবুল! 

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-30, 8:14am

img_20250530_081259-9e08113f2761a176113d46bce425b0491748571281.jpg




বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি পদে আসীন হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বোর্ড পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় আগামী চার মাসের জন্য (বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত) বিসিবির নতুন সভাপতি হওয়ার বিষয়টি অনুমোদন পাবে বলে জানিয়েছে নির্ভরযোগ্য একটি সূত্র।

সেই সূত্রের দাবি, বিকেল সাড়ে ৪টায় বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সভাপতিত্বে নতুন পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সেই সভাতেই বুলবুলকে নতুন বোর্ড পরিচালক হিসেবে গ্রহণের পর নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বুলবুলকেই সর্বসম্মতিক্রমে নতুন বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে বিসিবির আট পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করায় জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের চিঠি পাঠানো হয়। একইসঙ্গে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আরও একটি চিঠি প্রেরণ করা হয়।

এদিকে, রাত পৌনে ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছেন, আমি যে অন্যায়ের শিকার, আমাকে যে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, আমি আনচ্যালেঞ্জড যেতে দেবো না। ফাইট করে যাবো। শেষ মুহূর্ত পর্যন্ত দেখবো। আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। আমি আইসিসিতে জানিয়েছি।  

ফারুক আহমেদ বলেন, আইসিসি সভাপতি জয় শাহকে পুরো ব্যাপারটি জানিয়েছি। এছাড়া আইসিসির অন্তত ৫-৭ জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত আইসিসি ত্বরিৎ তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী ২-১ দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে।  

শ্রীলঙ্কার উদাহরণ টেনে ফারুক আহমেদ বলেন, দুই বছর আগে শ্রীলঙ্কায়ও এমন ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় মন্ত্রীপরিষদ পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি ত্বরিৎ পদক্ষেপ নিয়ে পুরো বোর্ডকে আবার পূনর্বহাল করেছিল। আরটিভি