News update
  • Gaza: 57 children reported dead from malnutrition, says WHO     |     
  • Excess salt in processed foods fueling rise in Diseases: Experts     |     
  • DNCC to Recruit Vaccinators to Boost Urban Immunisation     |     
  • Bali Locals Lead Zero-Waste Revolution     |     
  • Bangladesh Secures $1.3 Billion Loan from IMF      |     

পিএসএল দিয়ে ক্রিকেটে ফিরছেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-15, 6:04am

saakib-03503469b74ff845f293704419e09e521747267453.jpg




দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর বাইশ গজে ফিরছেন সাকিব আল হাসান। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে এই তারকা অলরাউন্ডারকে। অবশ্য কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়মিত অনুশীলন দেখে আন্দাজ করা যাচ্ছিল, অপেক্ষার অবসান হতে চলেছে সাকিব ভক্তদের। 

 সাকিব নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পিএসএলে এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল। এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে তিনি ১৪টি ম্যাচ খেলেছেন। যেখানে তার সংগ্রহ ১৮১ রান, উইকেটও পেয়েছেন আটটি।  

সূত্রের খবর অনুযায়ী, লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ সাকিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও অনাপত্তিপত্র না দেওয়ায় লাহোর আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। 

বিসিবি সূত্র জানায়, সাকিবের পিএসএল খেলার জন্য বোর্ডের অনুমতি প্রয়োজন। কিন্তু অনুমতির জন্য এখনও আবেদন করেননি তিনি।

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়া পিএসএল যুদ্ধবিরতির পর আগামী শনিবার থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের অনুপস্থিতিতে দলগুলো বিকল্প খেলোয়াড়দের দলে নিচ্ছে। যার ফলশ্রুতিতে সাকিবের লাহোরে যোগদান।   

লিগ পর্ব ও প্লে-অফ মিলিয়ে এখনও ৮টি ম্যাচ বাকি। বিসিবির অনুমতি পেলে আগামী রোববার লাহোরের হয়ে মাঠে দেখা যেতে পারে সাকিবকে।   

এদিকে  আইপিএলে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে। পিএসএল ও আইপিএল, দুটি লিগই শনিবার থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে।