সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ।
সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে।
সেই লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়েকে নিয়ে ছেলেখেলা করেছে নাজমুল হোসেন শান্তরা।
মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় শেষ করেছে বাংলাদেশ।