News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-28, 11:03am

4tw52353-c04a1bb241812b2b0bd45bba902c54d01745816634.jpg




জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্যটা সহায় হলো না বাংলাদেশ অধিনায়কের। সিরিজের শেষ টেস্টে টস জিতেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক।বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী) সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে স্বাগতিকরা। এই হারে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে শান্তরা। সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট মূুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজ হারের লজ্জা এড়াতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। 

বাংলাদেশ এই টেস্টে একাদশে এনেছে তিন বদল। নাহিদ রানার জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে পেসার তানজিম সাকিবের। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ। ওপেনিং জুটিতে সাদমান ইসলামের সঙ্গী এনামুল হক বিজয়। অফ স্পিনার নাঈম হাসানও আছেন এই একাদশে। 

এদিকে সিরিজ জেতার লক্ষ্যে জিম্বাবুয়ে একাদশে পরিবর্তন এনেছে দুটি। আগের ম্যাচের নিয়াশা মায়াভোকে বাদ দিয়েছে তারা। সেই সাথে জায়গা হয়নি পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচির।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।আরটিভি/