News update
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     
  • ‘Sleeping Prince’ Turns 36 After 19 Years in Coma     |     
  • Child-Friendly TB Drug Flavours Identified     |     
  • Search for thousands buried under rubble in Gaza halts      |     

সিলেটে বৃষ্টি থেমেছে, খেলা কখন শুরু?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-22, 12:53pm

erewrwq-c65eb5d15b9506b76248eecdfbc8fe931745304781.jpg




সত্যি হলো শঙ্কা। বৃষ্টির কারণে শেষ তৃতীয় দিনের প্রথম সেশন। সিলেট টেস্টের তৃতীয় দিনে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে নামার কথা। তবে, সকালের টানা বর্ষণে হয়নি তা। জিম্বাবুয়ের বিপক্ষে এখনও ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ।

আশার কথা বৃষ্টি থেমেছে। সরানো হয়েছে পিচের কাভার। প্রথম সেশনের বিরতি চলছে এখন। ম্যাচ অফিসিয়ালদের মতে, আবার বৃষ্টি না এলে খেলা শুরু হবে দুপুর ১টায়। দ্বিতীয় সেশনের বিরতিতে খেলোয়াড়রা যাবেন ৩টা ২০ মিনিটে।

সিলেটের স্পোর্টিং উইকেটে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। গুটিয়ে যায় মাত্র ১৯১ রানে। বোলাররা ভালো করেছেন। বড় লিড নিতে দেননি জিম্বাবুয়েকে। ২৭৩ রানে অলআউট করে সফরকারীদের। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ আজ এখনও মাঠেই নামতে পারেনি।

এদিকে, বৃষ্টির পর খেলা শুরু হলে উইকেটের চিত্রও বদলে যাবে। এমন অবস্থায় ঠিক কত রানের লক্ষ্য দিলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে বাংলাদেশের? ইসএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণ বলছে, বৃষ্টির পর এই উইকেটে ২৫০ বা তার বেশি রানের লিড নিতে পারলে তা নিরাপদ। চতুর্থ ইনিংসে সেই রান তাড়া করে প্রতিপক্ষের জেতার সম্ভাবনা কম। অন্যদিকে, ২০০ রানের কম লিড হলে বাংলাদেশের হারের শঙ্কা থেকে যাবে। যেখানে প্রথম ইনিংসে লিড নিয়েছিল জিম্বাবুয়ে। আর ২০০-২৫০ রানের মাঝামাঝি সংগ্রহ হলে জয়ের সম্ভাবনা তখন দুদিকেই সমান থাকবে।