News update
  • Gold price outpaces global market, now about Tk2 lakh a bhori     |     
  • $1.97bn remittances received in 1st 21 days of April; up 40%      |     
  • Tarique urges stronger BNP unity as 'enemies' get visible     |     
  • REHAB demands Dhaka’s DAP revision despite expert concerns     |     
  • Bangladesh Growth to Hit 6.5%, Inflation to Ease to 5.2 pc: IMF     |     

নানা নাটকীয়তার পর নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-19, 8:48pm

img_20250419_204637-42325185819e805e481b3170b92761dd1745074092.jpg




নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে গেলেও নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দেয় বাংলাদেশ।ফলে বিশ্বকাপের মূল পর্বে টিকিট হাতে পেলো বাংলাদেশ নারী দল। 

স্বাগতিকদের কাছে হেরে যাওয়ার কারণে বাংলাদেশের ভাগ্য ঝুলে গিয়েছিল থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর। নেট রানরেটে এগিয়ে থেকে নারী বিশ্বকাপের মূলপর্বে চলে গেল বাংলাদেশ। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট ০.৬৩ আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪।  

শনিবার (১৯ এপ্রিল) থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ৫ ওভারে শেষ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।  লাহোরে নিজেদের শেষ ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজ নারী দল। ব্যাটে ঝড় তুলেন অধিনায়ক ম্যাথুজ এবং চিনেল হেনরি। ২ ছক্কা ও ১১ চারে ২৯ বল খেলে ৭০ রান করেন ম্যাথুজ।আর হেনরি ৫ ছক্কা ও ৩ চারে ১৭ বল খেলে করেন ৪৮ রান। 

দুজনের তাণ্ডব ব্যাটিংয়ের পরেও নেট রান রেটের হিসেবে পিছিয়ে থাকায় বিশ্বকাপে যেতে পারল না ওয়েস্ট ইন্ডিজ নারী দল।  

উল্লেখ্য, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান হলেও মাত্র +০.০১ রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিলো। আরটিভি।