চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলের ব্যবধানে হারিয়ে জিতল আর্সেনাল। এর আগে গানারদের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে হেরেছিল কার্লো আনচেলত্তির দল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পা রেখেছে প্রিমিয়ার লিগের দল আর্সেনাল।
বুধবার (১৬ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুর নিজেদের মাঠ প্রথমার্ধে হতাশ করে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথামার্ধে গোলে কোন শটই নিতে পারেনি তারা। অবশ্য রিয়ালের কামব্যাকের স্বপ্ন প্রথমার্ধে শেষ করে দেওয়ার সুযোগ হারায় আর্সেনালও। পেনাল্টি পেয়ে পানেনকা মারতে গিয়ে তা মিস করেন বুকোয়াকা সাকা।
ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের দুইবার পেনাল্টির বাঁশি, একবার পেনাল্টি মিস, একবার পেনাল্টি বাতিল, হলুদ কার্ড প্রদর্শন, অফসাইডের ফাঁদে আটকা, ভিএআর যাচাই করতে গিয়ে কালক্ষেপণ—প্রথমার্ধে মোটামুটি সবই হয়েছে। হয়নি শুধু গোল!
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করেন ওই বুকোয়াকা সাকা। গানারকে দ্বিতীয় লেগে ১-০ গোলে ও দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে নেন। এক মিনিট পরই ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু কামব্যাক করার মতো সুযোগ তারা তৈরি করতে পারেনি। বরং যোগ করা সময়ে আর্সেনালের ব্রাজিলিয়ান উইঙ্গার মার্টেনেল্লি রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। আরটিভি