News update
  • Stay alert against election conspiracies: Tarique Rahman     |     
  • BNP's extended meeting held in Capital Dhaka     |     
  • Khaleda urges ‘ironclad unity’ to defend mass uprising gains     |     
  • GCF Board Approves Funding of $868.8m for Projects     |     
  • UNRWA Report 161 on the Crisis in Gaza Strip and West Bank     |     

শান্ত-মিরাজদের শুভকামনা জানিয়ে যা বললেন লিটন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-02-14, 3:06pm

img_20250214_150316-c32e950077b4ce280efce1293412d2ce1739523961.jpg




লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে যাওয়ার সুযোগ না হলেও ষোড়শ সদস্য হিসেবে দলের পাশে থাকবেন বলে জানিয়েছেন এই ডান হাতি পেসার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের বিমান ধরেছেন টাইগার বাহিনী।

এর আগে তাদের শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন লিটন। সেখানে তিনি লিখেছেন, দুর্দান্ত এই দলটিকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেবে এই দল। টাইগাররা কীভাবে খেলে, গোটা বিশ্বকে তা দেখিয়ে দেওয়া যাক!

তিনি আরও লিখেছেন, আমি দলে জায়গা করে নিতে পারিনি, তবে এটিই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটাব আমি। তোমাদের ষোড়শ সদস্য ভিন্ন এক ভূমিকায় থাকবে তোমাদের সঙ্গেই। 

সবশেষ ১৩ ওয়ানডে ইনিংসে ফিফটি নেই লিটনের। এ ছাড়া গত সাত ইনিংসে তিনি ছুঁতে পারেননি দুই অঙ্ক। সবশেষ সিরিজে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচে তার মোট রান ছিল ছয়। বিপিএলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এই ব্যাটার। তাই চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

আরটিভি