News update
  • A welcome rare momentum to reach a permanent ceasefire in Gaza     |     
  • Indonesia school collapse kills 17, dozens still missing     |     
  • Gazans Welcome Trump Ceasefire Call as Hostages Set for Release     |     
  • Conservative Takaichi Poised to Become Japan’s First Woman PM     |     

বিপিএলে কে কোন দলের অধিনায়ক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-01-17, 3:39pm

kdfuuf89oo-1eafcb14e45ab811d18691254bb6d6f61705484375.jpg




বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই চমক। এবার অধিনায়ক নির্বাচনেও সেই চমকই রাখল দলগুলো।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া এই টুর্নামেন্টের দশম আসর। এবার বিপিএল শুরুর মাত্র দুইদিন আগে ৭ দলের নেতৃত্ব নিশ্চিত হয়েছে।

এবার নেতৃত্ব নির্বাচনে বড় চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাসকে নতুন অধিনায়ক করা হয়েছে। দলকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব পাননি দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েস।

এবারের বিপিএলে নুরুল হাসান সোহান রংপুরকে নেতৃত্ব দেবেন। সাকিবের মতো বিশ্ব মানের তারকা ক্রিকেটারকে এড়িয়ে সোহানে আস্থা রেখেছে রংপুরের টিম ম্যানেজমেন্ট।

আবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভাগত হোম। অন্যদিকে মাশরাফী বিন মোর্ত্তজা ফিট না হলে টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা যাবে।

প্রথমবারের মতো আসরে নাম লেখানো দুর্দান্ত ঢাকার দায়িত্বভার সামলাবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এদিকে খুলনার নেতৃত্বেও চমক রয়েছে। বিপিএলের এবারের আসরে খুলনার নেতৃত্ব দেবেন ওপেনার এনামুল হক বিজয়। অন্যদিকে তামিম ইকবালের ওপর আস্থা রেখেছে ফরচুন বরিশাল।

একনজরে বিপিএলের ৭ দলের অধিনায়ক :

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস

দুর্দান্ত ঢাকা- মোসাদ্দেক হোসেন সৈকত

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- শুভাগত হোম

সিলেট স্ট্রাইকার্স- নাজমুল হোসেন শান্ত

খুলনা টাইগার্স- এনামুল হক বিজয়

ফরচুন বরিশাল- তামিম ইকবাল

রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান