News update
  • Cracks appear at newly built Secretariat building after quake     |     
  • Dhaka’s air quality 4th worst in the world Tuesday morning     |     
  • Bangladesh Bank extends loan rescheduling facility for defaulters     |     
  • Divided journos end up serving politicians: Mirza Fakhrul      |     
  • Naogaon residents battle dengue surge as urban services falter     |     

‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে যে সকল সরকারি কলেজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-11-25, 8:41am

ertwwrwe-1c01b06a3467616a6d7970a046845aa31764038461.jpg




উচ্চশিক্ষার ইতিহাসে এবার দেশের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে। চারটি ক্যাটাগরি হলো- এ, বি, সি ও ডি।

সোমবার (২৪ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে দেশের সরকারি কলেজগুলোকে এই চারটি ক্যাটাগরিতে বিভাজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রশাসনিক প্রয়োজনেই এ পুনর্বিন্যাস করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। এর মধ্যে ছাত্রছাত্রীসংখ্যা, অনার্স বিষয়ে সংখ্যা ও শিক্ষা কার্যক্রমের পরিসর বিবেচনায় মোট ৮১টি কলেজকে ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্স বিষয়ে সংখ্যা ১০টির বেশি– সেসব প্রতিষ্ঠানকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। বি ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪৫০০ থেকে ৭৯৯৯ ছাত্রছাত্রী এবং কমপক্ষে পাঁচটি অনার্স বিষয়ে পাঠদানকারী ৯৮টি কলেজকে। সি ক্যাটাগরিতে পাঁচ থেকে আটটি অনার্স বিষয়ে পাঠদানকারী এবং ছাত্রছাত্রীর সংখ্যা ৮ হাজারের কম ৪৪৬টি কলেজ রয়েছে। আর শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের ১০৭টি প্রতিষ্ঠানকে রাখা হয়েছে ডি ক্যাটাগরিতে।

প্রজ্ঞাপনে প্রকাশিত ৮১টি এ ক্যাটাগরির সরকারি কলেজের তালিকায় রয়েছে—ঢাকা কলেজ (ঢাকা), চট্টগ্রাম কলেজ (চট্টগ্রাম), ইডেন মহিলা কলেজ (ঢাকা), রাজশাহী কলেজ (রাজশাহী), সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ (চট্টগ্রাম), কবি নজরুল সরকারি কলেজ (ঢাকা), সরকারি ব্রজমোহন কলেজ (বরিশাল), মুরারি চাঁদ কলেজ (সিলেট), সরকারি এডওয়ার্ড কলেজ (পাবনা), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (কুমিল্লা), সরকারি ব্রজলাল কলেজ (খুলনা), আনন্দমোহন কলেজ (ময়মনসিংহ), কারমাইকেল কলেজ (রংপুর), সরকারি রাজেন্দ্র কলেজ (ফরিদপুর), ফেনী সরকারি কলেজ (ফেনী), সরকারি সা'দত কলেজ (টাঙ্গাইল), বৃন্দাবন সরকারি কলেজ (হবিগঞ্জ), সরকারি আজিজুল হক কলেজ (বগুড়া), সিরাজগঞ্জ সরকারি কলেজ (সিরাজগঞ্জ), সরকারি মাইকেল মধুসূদন কলেজ (যশোর) ও সরকারি দেবেন্দ্র কলেজ (মানিকগঞ্জ)

এ ছাড়া, দিনাজপুর সরকারি কলেজ (দিনাজপুর), কুমুদিনী সরকারি কলেজ (টাঙ্গাইল), গুরুদয়াল সরকারি কলেজ (কিশোরগঞ্জ), সরকারি তোলারাম কলেজ (নারায়ণগঞ্জ), চাঁদপুর সরকারি কলেজ (চাঁদপুর), সরকারি আশেক মাহমুদ কলেজ (জামালপুর), সাতক্ষীরা সরকারি কলেজ (সাতক্ষীরা), কুষ্টিয়া সরকারি কলেজ (কুষ্টিয়া), গাইবান্ধা সরকারি কলেজ (গাইবান্ধা), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ (ব্রাহ্মণবাড়িয়া), মাদারীপুর সরকারি কলেজ (মাদারীপুর), নরসিংদী সরকারি কলেজ (নরসিংদী), নেত্রকোনা সরকারি কলেজ (নেত্রকোনা), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (ঢাকা), সরকারি সিটি কলেজ (চট্টগ্রাম), নবাবগঞ্জ সরকারি কলেজ (চাঁপাইনবাবগঞ্জ), মৌলভীবাজার সরকারি কলেজ (মৌলভীবাজার), পটুয়াখালী সরকারি কলেজ (পটুয়াখালী), নীলফামারী সরকারি কলেজ (নীলফামারী), ঠাকুরগাঁও সরকারি কলেজ (ঠাকুরগাঁও), সরকারি কেশব চন্দ্র কলেজ (ঝিনাইদহ), রাজবাড়ী সরকারি কলেজ (রাজবাড়ী), কুড়িগ্রাম সরকারি কলেজ (কুড়িগ্রাম) ও সরকারি বাঙলা কলেজ (ঢাকা) স্থান পেয়েছে তালিকায়।

আরও রয়েছে— ভোলা সরকারি কলেজ (ভোলা), রংপুর সরকারি কলেজ (রংপুর), ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ (গাজীপুর), সরকারি শাহ সুলতান কলেজ (বগুড়া), সরকারি তিতুমীর কলেজ (ঢাকা), নওগাঁ সরকারি কলেজ (নওগাঁ), সরকারি পিসি কলেজ (বাগেরহাট), নোয়াখালী সরকারি কলেজ (নোয়াখালী), শেরপুর সরকারি কলেজ (শেরপুর), সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ (বরিশাল), সরকারি হরগঙ্গা কলেজ (মুন্সিগঞ্জ), খুলনা সরকারি মহিলা কলেজ (খুলনা), চৌমুহনী সালেহ আহমেদ কলেজ (নোয়াখালী), সুনামগঞ্জ সরকারি কলেজ (সুনামগঞ্জ), বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ (ঢাকা), গোপালগঞ্জ সরকারি কলেজ (গোপালগঞ্জ), নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ (নাটোর), সরকারি সোহরাওয়ার্দী কলেজ (পিরোজপুর), সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ (টাঙ্গাইল), মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ (ময়মনসিংহ), কক্সবাজার সরকারি কলেজ (কক্সবাজার), রাজশাহী সরকারি মহিলা কলেজ (রাজশাহী), চুয়াডাঙ্গা সরকারি কলেজ (চুয়াডাঙ্গা), জয়পুরহাট সরকারি কলেজ (জয়পুরহাট), লক্ষ্মীপুর সরকারি কলেজ (লক্ষ্মীপুর), রাঙ্গামাটি সরকারি কলেজ (রাঙ্গামাটি), নিউ গভ. ডিগ্রি কলেজ (রাজশাহী), যশোর সরকারি সিটি কলেজ (যশোর), কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ (কিশোরগঞ্জ), সরকারি শহীদ আসাদ কলেজ (নরসিংদী), টঙ্গী সরকারি কলেজ (গাজীপুর), শরিয়তপুর সরকারি কলেজ (শরিয়তপুর), লালমাটিয়া সরকারি মহিলা কলেজ (ঢাকা), সাভার সরকারি কলেজ (ঢাকা) এবং সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ (লালমনিরহাট)।