News update
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ on Monday morning     |     
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     

জার্মানিতে শলৎজের দলের ভরাডুবি, ডানপন্থিদের উত্থান

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-02-24, 10:41am

rtyrtewr-13ebd088fb61bc622a856a39bdad92ef1740372078.jpg




জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে দেশটির রক্ষণশীল গণতান্ত্রিক দল সিডিইউ। ভরাডুবির পর পরাজয় মেনে নিয়েছেন ক্ষমতাসীন এসপিডি দলের বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎজ। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আবারো জোট সরকার গঠনে ভরসা রাখছেন স্থানীয়সহ প্রবাসীরা।

জার্মানিতে আগাম পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন সিডিইউ। ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন জানায়, চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মের্জ এর দলটি ভোট পেয়েছে সর্বমোট ২৮ দশমিক ৬ শতাংশ, দ্বিতীয় সর্বোচ্চ ২০ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে উগ্র জাতীয়তাবাদী ও অভিবাসনবিরোধী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড এএফডির ভোটবাক্সে।

ক্ষমতাসীন দল এসপিডি মাত্র ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফল মেনে নিতে হয় চ্যান্সেলর ওলাফ শলৎজকে। একই সাথে বর্তমান জোটের অন্য শরীকদল গ্রীন দল ভোট পেয়েছে মাত্র ১২ দশমিক ২ শতাংশ। তবে ৮ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে দেশটির পুরনো দল দি লিংকে।

সবমিলিয়ে দেশটির পার্লামেন্টে ৬৩০টি আসনের মধ্যে সর্বোচ্চ ২০৯টি আসনে জয় পেয়েছে সিডিইউ এবং সিএসইউ, দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯টি আসনে ডানপন্থি দল এএফডি, মাত্র ১১৯ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন এসপিডি, ৯০ আসনে গ্রীন দল, সর্বোচ্চ ৬২টি আসনে জয় ছিনিয়ে নেয় দি লিংকে।

নির্বাচনে জিতে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মের্জ। আর পরাজয়ের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

২১তম সংসদ নির্বাচনে ভোট দিয়ে নিজেদের পছন্দের দলকে জয়ী করতে পেরে খুশি স্থানীয়সহ প্রবাসীরা। একটি অভিবাসীবান্ধব, উদার ও বহুমাত্রিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থাতে আস্থা রাখতে চান তারা।

এক জার্মান নারী বলেন, নির্বাচনে কেমন ফলাফল হবে তা আগে থেকেই ছিল পরিষ্কার, যদিও আমি ফ্রিডরিশ মের্জকে পছন্দ করি না কিন্তু অভিবাসী ইস্যুতে আশা করি তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং এএফডিকে ঠেকাতে পারবেন। অন্যদিকে সংসদে বিরোধী দল হিসেবে দি লিংকে নির্বাচিত হয়েছে তাতে আমি খুশি।

নির্বাচনের ফলাফল ঘোষণার পররপই সরকার গঠনে আলোচনা শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। বিজয়ী দল সিডিইউ ও সিএসইউ এর সাথে এসপিডি ও গ্রীন দল কিংবা বিএসভিএর মধ্যে জোটের সম্ভাবনা থাকলেও চরম রক্ষণশীল দল এএফডির সঙ্গে জোট বাঁধতে নারাজ জার্মানির নতুন সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ।