News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ঢাকায় রাশিয়া দিবসে রুশ হাউসে সাংস্কৃতিক মিলনমেলা

বিকেডি আবির, ঢাকা উৎসব 2025-06-05, 9:22am

img_20250605_091445-e3971d5309e9b981b25b644de04634261749093738.jpg




রাশিয়া দিবস উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউস এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন এবং অতিথিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা পায়।

বক্তারা তাঁদের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত ইউনিয়নের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন রাশিয়ার ঐতিহ্যবাহী গান ও নৃত্য—‘কালিনকা’, ‘নাদ ভোদোই’, ‘কাতিউশা’, ‘গোরি, গোরি ইয়াসনো’, ‘কাদরিল’, ‘রাশিয়া উইল রিমেইন রাশিয়া’, ‘ও দালোকয় রোদিন’ এবং ‘ওয়, দা নে ভেচার’—যা প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে।

এছাড়া, রাশিয়া দিবসকে কেন্দ্র করে আয়োজিত একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীও দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন যুব সংগঠন, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাশিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য, বাংলাদেশের সোভিয়েত অ্যাসোসিয়েশন অ্যালামনাই, সাধারণ দর্শক এবং রাশিয়ান দূতাবাসের কূটনীতিকবৃন্দ। এই প্রাণবন্ত আয়োজনে প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে এক অনন্য মাত্রা প্রদান করে।