News update
  • Economic Growth Is the Wrong Metric for Our Time     |     
  • Preserving Biodiversity Key to Human Survival: UN Warns     |     
  • Trump Hails $600b Saudi Pact, Jokes Fly Over 51st State     |     
  • Guterres Urges Israel to Accept UN's Principled Gaza Aid Plan     |     
  • 427 Rohingya Feared Dead at Sea, UNHCR Warns of Desperation     |     

বর্ণাঢ্য আয়োজনে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব অনুষ্ঠিত

উৎসব 2025-05-24, 12:44am

feast-at-the-gurudakhina-festival-of-the-rakhine-community-in-kalapara-on-friday-23-may-2025-1db620cda3c7aedb65b84fe7dcb8f3cf1748025889.jpg

Feast at the Gurudakhina festival of the Rakhine Community in Kalapara on Friday 23 May 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব। শুক্রবার সকাল দশটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়। এ উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসকরা ওই বিহারে এসে পঞ্চশীল গ্রহন করেন। 

পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথের মহোদয়কে গুরুদক্ষিনা প্রদান শেষে আর্শিবাদ গ্রহন করেন। এসময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন।

এছাড়া দিনভর আহার প্রদান ও ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে এ উৎসবটি উদযাপন করে রাখাইন সম্প্রদায়।

প্রতিবছর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদযাপন করে আসছে তারা। - গোফরান পলাশ