News update
  • Four Rare Snow Leopards Spotted on Pakistan’s Northern Peaks     |     
  • Gold becomes pricier than ever in Bangladesh      |     
  • Bangladesh mourns Pope Francis’ death; Yunus pays tribute     |     
  • Bangladesh Railway hospitals to open doors to general public     |     
  • US-Bangla launches direct flights from Dhaka to Riyadh     |     

কুয়াকাটায় রাখাইনদের জলকেলি উৎসব অনুষ্ঠিত

উৎসব 2025-04-18, 9:56pm

img-20250418-wa0021-4b8fca0a9389b3d0c744bbf6cf0c933c1744991817.jpg

Maha Sangrai Jalkeli Utsab of the Rakhine Community of Kuakata was celebrated on Friday 18 April 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হলো রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই জলকেলি উৎসব। শুক্রবার বিকাল সাড়ে চারটায় শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে তিনদিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। পটুয়াখালী রাখাইন বুদ্দিষ্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা। 

অনুষ্ঠানের শুরুতে গাঁজায় গনহত্যার প্রতিবাদে ১ মিনিট নিরবতা পালন করেন রাখাইন সম্প্রদায়ের সদস্যরা। বর্ষবরনের এ উৎসব উপলক্ষে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে তরুন-তরুনীরা। পরে রাখাইন কিশোর-কিশোরীরা মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের গায়ে মেরে জলকেলিতে মেতে ওঠে।- গোফরান পলাশ