আগামী ৩ মাসের পূর্বাভাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।
গত (২ জুলাই) জলবায়ু অবস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৩ মাস বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে দেশে ৩-৫টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
একই সময়ে বঙ্গোপসাগরে ৪-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-৩টি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।
এছাড়া এ সময়ে দেশে ১০-১২ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।