
Hemp carrier gets one month in jail in Kalapara.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর টোল প্লাজা এলাকায় গাঁজা পরিবহনের অপরাধে গাজী সায়েম মেহেদী (৩২) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত দশটার দিকে মহিপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে টোল প্লাজা এলাকা থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গাজী সায়েম মেহেদী কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।
মহিপুর থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। - গোফরান পলাশ