News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

২৫ দিনে এলো ১৬৭ কোটির বেশি মার্কিন ডলার রেমিট্যান্স

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-01-27, 2:15pm

rterewr-c13c8e07aba3b02ffb077033179cb5ed1737965757.jpg




নতুন বছরের প্রথম মাসের ২৫ দিনে দেশে এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ২০ হাজার ৪৪৫ কোটি ৯৮ লাখ টাকা এবং গড়ে প্রতিদিন দেশে এসেছে ৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এ তথ্য থেকে এসব জানা গেছে।

এতে বলা হয়, ২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে কমেছে রেমিট্যান্স প্রবাহ। গত বছরের শেষ মাস ডিসেম্বরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১৬ কোটি ডলার। আর জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

নতুন বছরে প্রথম মাসে সাপ্তাহিক হিসেবে রেমিট্যান্স পাঠানোর তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ১২ থেকে ১৮ জানুয়ারি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪০ কোটি ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বছরের প্রথম ৪ দিনে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা।

বিগত বছরে মাসিক হিসেবে রেমিট্যান্স পাঠানোর তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আরটিভি