News update
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     

টানা দ্বিতীয়বার সুপারব্র্যান্ড স্বীকৃতি পেল “মুন্নু সিরামিক”

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-02-17, 11:01pm

screenshot_2023-02-17-23-01-01-70_a23b203fd3aafc6dcb84e438dda678b6-4d6c206b655a49b0b627091db1546b6e1676653298.jpg




সিরামিক টেবিলওয়্যার শিল্পে এক অনন্য নাম মুন্নু সিরামিক। মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর হাতে গড়া এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বে রয়েছে যার খ্যাতি ও সুনাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুন্নু সিরামিকের সফলতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ সালের জন্য “বাংলাদেশের সেরা টেবিলওয়্যার ব্র্যান্ড” ক্যাটাগরিতে মুন্নু সিরামিককে এ স্বীকৃতি দিয়েছে লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা ‘সুপারব্র্যান্ডস’। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের ফলে শীর্ষ অবস্থানে থাকায় এ স্বীকৃতি পেয়েছে মুন্নু সিরামিক। মুন্নু গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপারব্র্যান্ডস সংস্থা বিচারকদের একটি স্বাধীন প্যানেল দ্বারা নির্বাচিত বিভিন্ন ক্ষেত্রের সর্বাধিক সফল ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক এ সম্মাননা পুরস্কার প্রদান করে থাকে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ২০২৩-২৪ সালের সুপারব্র্যান্ড সম্মাননা দেওয়া হয়। মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম মুন্নু পরিবারের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। মুন্নু সিরামিক বিগত ৪ দশক ধরে বাংলাদেশের একটি জনপ্রিয় গৃহস্থালি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই পুরস্কার প্রাপ্তির ফলে তাদের ব্র্যান্ড ইমেজ আরো সুদৃঢ় হয়েছে এবং কোম্পানিটির লক্ষ্য অর্জনের যে নিরন্তর চেষ্টা আরো বেগবান হয়েছে। অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া, নিবিড় গবেষণা, আন্তর্জাতিকভাবে সংগৃহীত কাঁচামাল এবং যুগোপযোগী বিপণন কার্যক্রম এর মাধ্যমে মুন্নু সিরামিক তিন যুগেরও বেশী সময় ধরে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য সিরামিক টেবিলওয়্যার ব্র্যান্ড হিসেবে বাজারে তাদের সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে।

মুন্নু সিরামিক পরিবার এই আনন্দঘন মুহূর্তে তাদের সমস্ত গ্রাহক, স্টেক হোল্ডার এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন এবং এই অর্জনটি তাদের সকলের জন্য উৎসর্গ করেছেন। বিজ্ঞপ্তি।