News update
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     

কলাপাড়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে মানুষ

অপরাধ 2025-09-02, 10:11pm

mobile-banking-3acafd944b09d676b3ea4b36c593069a1756829474.jpg

Online gambling



পটুয়াখালী; পটুয়াখালীর কলাপাড়ায় জমে উঠেছে অনলাইন জুয়ার আসর। ইতোমধ্যে শতশত মানুষ  জড়িয়ে পড়েছে এ ব্যবসায়। 

এদের অধিকাংশই ২০ থেকে ৩৫ বছর বয়সী। এরা অনলাইন জুয়ার ফাঁদ পড়ে নি:স্ব হলেও অভিযুক্তরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।

সূত্র মতে, বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, স্বর্ন কারিগর, ছাত্র সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। এতে অনেকে ধার-দেনায় জর্জরিত হয়ে নানান অপকর্মে পড়েছে। ইতোমধ্যে পৌরশহরের এক স্বর্ন ব্যবসায়ীর জুয়েলারি থেকে স্বর্ন চুরির ঘটনায় ওই দোকানের কর্মচারী জড়িত রয়েছে। 

তার স্বীকারোক্তি অনুযায়ী সে স্বর্ন চুরি করে ধার-দেনা পরিশোধ করেছে এবং অনলাইন জুয়ার সাথেও তার সম্পৃক্তা রয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া স্বর্ন শিল্প সমিতির সভাপতি অলোক কর্মকার বলেন, স্বর্ন কারিগরদের কেউ কেউ অনলাইন জুয়ার সাথে জড়িত রয়েছে বলে মানুষের কাছে  শোনা যাচ্ছে।

এদিকে বি'এন'পি নেতা দেবাশীষ সিকদার কালা জানান, এলাকার অনেক মানুষের শালিস করতে গিয়ে অনলাইন জুয়ার কথা জানা গেছে। তবে এটা প্রতিরোধ না করা গেলে ভবিষ্যতে  সামাজিক ব্যাধিতে পরিনত হবে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. রাসেল জানান, অনলাইন জুয়ার বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। - গোফরান পলাশ