বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির অধীনে ৫১ বছর পর টেস্ট সিরিজ খেলতে নেমেছিল কাবাডি দল। পাঁচ ম্যাচের এই সিরিজে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নেপালকে প্রথম ম্যাচে হারিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিকরা। সিরিজ পঞ্চম ও শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন ময়দানে নেপালকে ৪৫-২৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে লোনাসহ চার পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়ে যেতে থাকে নেপাল। যার ফলে প্রথমার্ধে বাংলাদেশ মাত্র চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকে। বাংলাদেশের ১৯ আর নেপালের পয়েন্ট ছিল ১৫।
দ্বিতীয়ার্ধে পয়েন্ট বাড়ানোর দিকে মনোযোগী হয় বাংলাদেশ। দুটি লোনা পেয়ে অনেক এগিয়ে যায় স্বাগতিকরা। খেলায় ফেরার কোনও সুযোগই পায়নি নেপাল। ১৮ পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে বিজয় উল্লাস করে বাংলাদেশের খেলোয়াড়রা।
ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।
আরটিভি