News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Tourism 2025-03-18, 11:29pm

iftar-mahfil-at-kalapara-travellers-club-on-tuesday-18-march-2025-7223ea5e5d19a327e45be74dc32c1a761742318967.jpg

Iftar Mahfil at Kalapara Travellers Club on Tuesday 18 March 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাভেলার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্রাভেলার্স ক্লাবের সদস্য শিক্ষক শাহ উদ্দিন সুজা'র সঞ্চালনয় উপজেলা বিএনপি'র সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ।

এর আগে বিদায়ী সভাপতি শিক্ষক আসলাম শিকদার আগামী দুই বছরের জন্য ক্লাবের ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে শিক্ষক মো. মাইনুল ইসলামকে সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক। - গোফরান পলাশ