News update
  • A Day of People-Centered Food System Storytelling!     |     
  • No evidence of postal ballot irregularities found: EC Sanaullah     |     
  • Bangladesh Bank injects Tk 9,178 crore to ease liquidity strain     |     
  • No LPG Shortage Expected During Ramadan: BERC Chairman     |     

কুয়াকাটায় শীতার্তদের সহায়তায় বাতিঘর সংগঠনের মহতী উদ্যোগ

Society 2026-01-16, 12:27am

a-humanitarian-box-has-been-opened-by-batighar-to-provide-support-of-people-suffering-from-cold-728bad35efebd2954d5f2821bf34a89f1768501662.jpg

A humanitarian box has been opened by Batighar to provide support of people suffering from cold.



পটুয়াখালী: পর্যটন নগরী কুয়াকাটায় শীতার্তদের সহায়তায় বাতিঘর সংগঠনের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে মানবিক বক্স। 

সেচ্ছাসেবী সংগঠন 'বাতিঘর' ও কুয়াকাটা প্রেসক্লাবের সহযোগিতায় ১৫ই জানুয়ারী (বৃহস্পতিবার) আছর নামাজ বাদ এ মানবিক বক্স এর উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সাবেক আমির ও বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা প্রেসক্লাবের

সাবেক সভাপতি ও বাতিঘরের সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, বাতিঘর এর সভাপতি ইলিয়াস রেজা, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, সাংবাদিক আল আমিন অনিক, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি জনি আলমগীর, বাতিঘরের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকার প্রমুখ।

বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা বলেন, বাতিঘর মানবতার সেবায় কাজ করে।মানবিক এ বক্স থেকে শীতার্তরা তাদের প্রয়োজনমতো বস্ত্র নিয়ে ব্যবহার করতে পারবেন। বৃক্ষ রোপণ কর্মসূচি, ভারসাম্যহীনদের বস্ত্র প্রদান কার্যক্রম সহ দুস্থ ও অসহায় মানুষদের জন্য এই মানবিক বক্স নির্মাণ করা হয়েছে।

জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কুয়াকাটা পৌর শাখার সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান বলেন, বাতিঘর সদস্যরা ভালো একটি উদ্যোগ নিয়েছে। মানবতার সেবায় সকলের এগিয়ে আসা উচিত। এখানে আমিও শিশু, নারী পুরুষদের অপ্রয়োজনীয় বস্ত্র দান করেছি। আপনারাও আপনাদের অপ্রয়োজনীয় বস্ত্র  এই মানবিক বক্সে রেখে যাবেন,এমন আহবান জানিয়েছেন তিনি।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, মানবিক বক্স স্থাপনের মাধ্যমে বাতিঘরের সদস্যরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এধরণের কাজের মাধ্যমে আমরা একে অন্যের পাশে দাড়াতে পারি। শুধু শীতবস্ত্রই নয় মানবিক বক্সে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষের জুতা রাখা হয়েছে। আমি এই মানবিক বক্সের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। - গোফরান পলাশ