News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

ঢাকার মঞ্চে বেগম রোকেয়া

গ্রীণওয়াচ ডেস্ক সাহিত্য 2025-12-28, 4:36pm

rtyrty5643-adfe716fbf13d853c15f20336163750b1766918171.jpg




বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, প্রথম বাঙালি নারীবাদী সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে ঢাকায় মঞ্চস্থ হলো ব্যতিক্রমী কাব্যনাটক ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজিত এই কাব্যনাটকটি দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই পরিবেশনায় হলভর্তি দর্শক পিনপতন নীরবতায় মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন অনুষ্ঠানটি।

যে যুগে ভারতবর্ষের নারীরা ছিল অবহেলিত ও পিছিয়ে পড়া, সেই অন্ধকার সময়ে বেগম রোকেয়া নারী শিক্ষার স্বপ্ন দেখেছিলেন। নারীদের স্বশিক্ষায় শিক্ষিত, আধুনিক ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার যে বিপ্লবী কল্পনা তিনি করেছিলেন, তা-ই কাব্য, ছন্দ, সুর ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে তুলে ধরা হয় এই প্রযোজনায়।

কাব্যনাটকটির গ্রন্থনা ও নির্দেশনা দেন নার্গিস সুলতানা। পোশাক পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানেও ছিলেন তিনি। আবহসংগীত করেছেন আরেফিন নিপুন ও মাজহারুল তুষার।

অনুষ্ঠান সম্পর্কে নির্দেশক নার্গিস সুলতানা বলেন, বেগম রোকেয়ার সাহসী ও ক্ষুরধার লেখনী এবং তার দূরদর্শী চিন্তা-চেতনাই আমাদের এই প্রযোজনার মূল ভিত্তি। তার বাণীকে পাথেয় করে আমরা সমাজে নারীর বর্তমান অবস্থান এবং তার স্বপ্নের বাস্তবায়ন কতটা হয়েছে, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আজ শত বছর পর তথাকথিত প্রগতিশীল সমাজে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন-আজকের সুলতানারা কেমন আছেন? রোকেয়ার স্বপ্ন কি বাস্তবে রূপ নিয়েছে, নাকি নারীরা এখনও নিজেদের অধিকার ও অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত?

এই কাব্যনাটকের মাধ্যমে কবিতার বলিষ্ঠ উচ্চারণ ও শ্রুতিঅভিনয়ের মাধ্যমে বেগম রোকেয়ার ভাবনার প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, যেসব নারী আজও রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম করে যাচ্ছেন, এই আয়োজন তাদের প্রতি উৎসর্গ করা হয়।

সাহিত্য ও সংস্কৃতির সৃজনশীল প্ল্যাটফর্ম ‘লেখার পোকা’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কাব্যনাটকে আবৃত্তি, শ্রুতিকথন ও অভিনয়ে অংশ নেন নার্গিস আক্তার, রেজিনা খন্দকার, জয়া হাওলাদার, আবুল ফজল, তোফাজ্জল হোসেন তপু, সুজন রেহমান, নূরাইশা হাসান সামিয়া, মীর উমাইয়া হক পদ্ম, উম্মে হাবিবা শিবলী, অদ্রিতা ভদ্র এবং নার্গিস সুলতানা।

নার্গিস সুলতানা আরও বলেন, কবিতার বলিষ্ঠ উচ্চারণ আর শ্রুতিঅভিনয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি- বেগম রোকেয়ার সুলতানারা সমাজকে নতুন আলোর প্রান্তে আনতে পেরেছেন কি না! নাকি শত প্রতিকূলতায় তারা স্বপ্ন দেখতে ও স্বপ্নে বাঁচতে ভুলে গেছেন? 

যেসব নারীরা মহিয়সীর সেই স্বপ্নের পৃথিবীকে বাস্তবে পরিণত করতে লড়াই-সংগ্রামে সোচ্চার রয়েছেন, সেই সব রোকেয়া-অনুরাগীদের জন্য এ অনুষ্ঠানটি উৎসর্গকৃত বলে জানান নির্দেশক।

সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল প্লাটফরম 'লেখার পোকা'র পৃষ্ঠপোষকতায় আয়োজিত কাব্যনাট্যে আবৃত্তি, শ্রুতিকথন আর অভিনয়ে অংশ নেন নার্গিস আক্তার, রেজিনা খন্দকার, জয়া হাওলাদার, আবুল ফজল, তোফাজ্জল হোসেন তপু, সুজন রেহমান, নূরাইশা হাসান সামিয়া, মীর উমাইয়া হক পদ্ম, উম্মে হাবিবা শিবলী, অদ্রিতা ভদ্র ও নার্গিস সুলতানা।