News update
  • Bangladesh End 22-Year Wait with Win Over India     |     
  • Hasina Found Guilty of Crimes Against Humanity     |     
  • UN Security Council to Vote on Gaza Stabilisation Force     |     
  • COP30 Enters Final Stretch with Urgent Calls for Action     |     
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     

কুয়াকাটায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

Land 2025-11-18, 11:04pm

severaln-illegal-dredger-people-were-fined-for-extracting-sand-with-illegal-dredger-8b6ce800f71a6aa81cf29d189e2f386c1763485460.jpg

Severaln illegal dredger people were fined for extracting sand with illegal dredger.



কলাপাড়া, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় অবৈধভাবে ব্যোম মেশিন ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ইমরান গাজী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার  সন্ধ্যার পরে কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের গাজীর ঘের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ বালু উত্তোলনের সত্যতা পান এবং ব্যোম মেশিনসহ ড্রেজারটি জব্দ করেন।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় ইমরান গাজীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন,অবৈধভাবে বালু উত্তোলন করলে পরিবেশ ও জনপদ ঝুঁকিতে পড়ে। এ ধরনের কর্মকাণ্ড কারও জন্যই মঙ্গলজনক নয়। আইন ভাঙলে অবশ্যই শাস্তি পেতে হবে। কুয়াকাটা এলাকায় অবৈধ ড্রেজার মেশিন কোনোভাবেই চলতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাটি ও বালু উত্তোলনে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। - গোফরান পলাশ