News update
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     
  • 19 dead in Nepal as Gen Z protests at graft, social media ban     |     

নুরাল পাগলা’র দরবারে হামলা, কবর থেকে লাশ তুলে আগুন দেয়ার তীব্র নিন্দা -বাসদ

Fire 2025-09-06, 11:01pm

fire-png-image-38271b7237e7523b9051da5c835167fa1757178093.png

Fire - png image



নুরাল পাগলা’র দরবারে হামলা, কবর থেকে লাশ তুলে আগুন দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আজ শনিবার ৬ সেপ্টেম্বর গণমাধ্যমে পার্টির সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভুঁইয়া বিবৃতি প্রদান করেন।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ কবর ভেঙে তার মরদেহ তোহীদ  জনতার নামে একদল মবকারী তুলে এনে পুড়িয়ে দেয়ার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভুঁইয়া।

তিনি বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্ব ঘোষণা দিয়ে একদল তৌহিদি জনতা আগে থেকে সংগঠিত হয়ে দরবার শরিফ ও তার বাড়িতে হামলা চালায়। শুরু হয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। হামলায় অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে দরবারের ভক্তরা ছিলেন সংখ্যায় বেশি।

মবকারীরা প্রথম দফার হামলার পর দ্বিতীয় দফায় বাড়িতে গিয়ে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে তারা। পরে সেটি মহাসড়কের মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।

হারুনার রশীদ ভূঁইয়া বলেন, আর্ন্তবর্তি সরকার বিবৃতি দিয়ে নিন্দা জানানোর দেখে মনে হচ্ছে সরকার আজ মবকারীদের কাছে অসহায়। সরকার কোথায় মব নিয়ন্ত্রণ করবে সেটা না করে তারা উল্টো বিবৃতি দিচ্ছে।

শ্রমিক-ছাত্রসহ বিভিন্ন মানুষের উপর পুলিশ-সেনাবাহিনী দিয়ে হামলা আক্রমন চলাচ্ছে।

হারুনার রশীদ ভুঁইয়া অবিলম্বে মব সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন। - প্রেস বিজ্ঞপ্তি