News update
  • Relative of Assad regime’s disappeared speaks of anguish     |     
  • New conspiracy unfolding against BNP, democracy, BD: Tarique     |     
  • Concerns grow over Rooppur NPP’s viability for high costs     |     
  • Fire Breaks Out at Ctg Towel Warehouse, Contained After Hour     |     
  • Independence Day parade planned in all districts sans Dhaka     |     

পন্যের মূল্য, উৎপাদন ও মেয়াদ তারিখ না থাকায় চার ব্যবসায়ীকে জরিমানা

Courts 2025-03-17, 11:24pm

court-decision-2be1372575c311bdcf05a1a5ccf3ab111742232298.jpg

Court decision



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পন্যের মূল্য তালিকা না থাকা এবং পন্য'র গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্ন তারিখ না থাকার কারনে চার ব্যবসায়ীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার দুপুরে পৌরশহরের ওই ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলো আমির বেপারী ৬ হাজার টাকা, হানিফ ষ্টোর্সে- ৫ হাজার, আবদুল মোতালেব ২ হাজার পাঁচশত টাকা, মো. ইউসুফ ২ হাজার টাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার উপ-পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া।   এ সময় তাঁর সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ। - গোফরান পলাশ