
Arrest
পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধুকে জোর পূর্বক ধর্ষনের সময় এক শিক্ষককে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকালে আসামীকে মির্জাগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিম গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাতে জেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পায়রাকুঞ্জ গ্রামে ওই গৃহবধূর বসত ঘরে এ ঘটনা ঘটে। রাতেই ভিকটিম গৃহবধূ বাদী হয়ে দক্ষিন মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে আব্দুস সালাম নামের ওই শিক্ষক রীনা বেগমের ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষন করে। তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হাতে নাতে সালাম মাস্টারকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। - গোফরান পলাশ