News update
  • Four Rare Snow Leopards Spotted on Pakistan’s Northern Peaks     |     
  • Gold becomes pricier than ever in Bangladesh      |     
  • Bangladesh mourns Pope Francis’ death; Yunus pays tribute     |     
  • Bangladesh Railway hospitals to open doors to general public     |     
  • US-Bangla launches direct flights from Dhaka to Riyadh     |     

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক error 2025-04-20, 7:18am

rterter-a1ed30624eed54868caab5ff131a632c1745111904.jpg




গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি লেমুরের মধ্যে একটি পুরুষ লেমুর উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দেলোয়ার হোসেন তাওসীফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় প্রেস বিজ্ঞপ্তির মধ্যে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন তাওসীফ শেরপুর জেলা সদর উপজেলার চরখারচর (সাতানীপাড়া) গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। শুক্রবার রাত ১১ টায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিপুর আকন্দ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর বলেন, গত ২৩ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় গাজীপুর সাফারি পার্কের লামচিতা থেকে নেট কেটে ৩টি লেমুর চুরি করা হয়। তাদের মধ্যে ২টি পুরুষ রিংটেইল লেমুর এবং ১টি স্ত্রী রিংটেইল লেমুর। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চলমি মাসের ৭ এপ্রিল শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। গাজীপুর সাফারি পার্ক থেকে লেমুর চুরির ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে পার্ক কর্তৃপক্ষসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় লেমুর উদ্ধারে কাজ শুরু করে। 

তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থার সহযোগিতায় শুক্রবার রাতে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন তাওসীফকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তাওসীফের দেওয়া তথ্য রাজধানীর সদরঘাটের শ্যামবাজার মসজিদ সংলগ্ন এলাকার নির্জন স্থান থেকে খাঁচাবন্দি অবস্থায় একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। বাকি দুটি লেমুর উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।আরটিভি

Copied from: https://rtvonline.com/