News update
  • Why Trump Targeted Venezuela and Moved Against Maduro     |     
  • Trump Claims Maduro, Wife Captured, Headed to New York     |     
  • A costly bridge in Manikganj remains idle sans approach roads     |     
  • Dhaka’s air quality records ‘unhealthy’ amid fog Saturday morning     |     
  • Record low ADP execution rate clouds performance in 2025     |     

মদিনা সফরে পূর্ণিমা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-01-03, 10:31am

rtewrwerew-788bcef221ad462db5293c27c6c007171767414672.jpg




পবিত্র নগরী মদিনায় অবস্থান করছেন ঢালিউড চিত্রনায়িকা পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন পূর্ণিমা। ছবিতে দেখা যায়, কালো বোরখা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

ক্যাপশনে পূর্ণিমা লেখেন,আপনার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসূল।

বছরের শুরুতে নায়িকার এ পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন।

ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফরে রয়েছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী।