News update
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     
  • Hasina gets 21 years in jail over Rajuk plot allocation scam     |     

সবাইকে নারী শিল্পীদের পাশে থাকার আহ্বান জেফারের

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-26, 6:14pm

etretf-eb77b272231abb6be886ff3b20857ccf1764159273.jpg




গায়িকা ও অভিনেত্রী জেফার রহমান দুই মাধ্যমেই দর্শকদের মন জয় করেছেন। প্লেব্যাক হোক বা মৌলিক গান, অভিনয় হোক বা মঞ্চ- সবক্ষেত্রেই তিনি রেখেছেন নিজস্ব ছাপ এবং পেয়েছেন দর্শক প্রশংসা। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেফার নিজের হতাশার কথা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ৩ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিও বার্তায় নিজের কাজের স্বীকৃতি না পাওয়া নিয়ে কথা বলেন জেফার।

অনেক দিন পর তার মনে হয়েছে, কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত। আর সেই ধারণা থেকেই জেফার বলেন, অনেকেরই ধারণা আমি শুধু গান করি, কণ্ঠশিল্পী,  যেটা ঠিক আছে। কারণ, আমরা পেছনে কতটা কাজ করি, সেটা দেখাই না। আপনারা জানবেন না, সেটাও স্বাভাবিক।

এরপর বললেন, সত্যিকারের অর্থে আমি শুধু গান করি না; গান সুর করা, বানানো, কথা, প্রস্তুতি, মিউজিক ভিডিওসহ পরিকল্পনা- আমার অনেক কিছু করতে হয়। আমি গান লিখি, সুর করি এবং আমার গানের ৯০ শতাংশই আমার সুর করা। গানের লিরিক্সের সঙ্গেও আমি জড়িত ছিলাম।

‘এত কিছু করে গান প্রকাশের পর প্রশংসা, গালি—সবই খাওয়ার পর যখন মানুষ গানের পেছনে, আমার পেছনে আমার অবদান বোঝে না; তখন ভালো লাগে না। মাঝে মাঝে সেটা প্রভাব ফেলে; বিশেষ করে এখন। সেটা নিয়ে এখন কথা বলছি।’- যোগ করেন গায়িকা। 

সবশেষে সবাইকে শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের পাশে থাকার আহবান জানান এই গায়িকা। বললেন, প্লিজ, আপনারা শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন। আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন অনেক ধরনের বিষয় আসে, তখন হতাশ হয়ে যাই। বাংলাদেশের মতো দেশে এ রকম একটা কাজ (গান) বেছে নিয়েছি...আপনাদের সাহায্য আমাদের উৎসাহিত করবে।