News update
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     

পিপলস চয়েজ ভোটে ১ মিলিয়ন ভোট ছাড়িয়ে মিথিলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-17, 9:47am

2f5b9fccdc96aa68dbea2b4cd3a54a4f60409f91ef2dad50-1-6a9061b795c19534790b40d59e84b3d41763351263.jpg




আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে পিপলস চয়েজে এখনও সেরার অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৭৪তম আসরের এ মঞ্চে ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়ে সবার শীর্ষে রয়েছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা।

এ তথ্য নিশ্চিত করেছে দেশের জাতীয় পর্যায়ের সুন্দরী প্রতিযোগিতার প্ল্যাটফর্ম মিস ইউনিভার্স বাংলাদেশ। সোমবার (১৭ নভেম্বর) নিজেদের অফিশিয়াল পেজে এ সুখবর জানানো হয়।

প্রতিযোগী মিথিলার একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তফা ইসলাম ডিউক লেখেন, অভিনন্দন বাংলাদেশ। আমরা এখন ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়েছি। তানজিয়া জামান মিথিলার ১০ লাখ ৩৯ হাজার ভোট গতকাল এই সময়ে ছিল ৭ রাখ ৩৯ হাজার। আপনারা ২৪ ঘন্টায় ৩ লাখ ভোট দিয়েছেন। বাংলাদেশে ইতিহাস তৈরি হয়েছে।

মুস্তফা ইসলাম ডিউক আরও লেখেন, বাংলাদেশকে নিয়ে আমরা গর্বিত। আজ আমাদের অর্ধ মিলিয়ন (৫ লাখ) ভোট লক্ষ্য। আমাদের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমরা থামবো না। অপ্রতিরোধ্য বাংলাদেশ। একতাবদ্ধ হয়ে আমরা দাঁড়িয়ে আছি। সবাইকে আগাম ধন্যবাদ।

৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা চলছে থাইল্যান্ডে। সেরার মুকুট ছিনিয়ে নিতে ১২১টি দেশের সুন্দরী প্রতিযোগীরা এ মঞ্চে লড়াই করছেন। আগামী ১৯ নভেম্বর সব দেশের সুন্দরী থেকে বাছাই করে নেয়া হবে সেরা ১৮ জন প্রতিযোগী।

এরপর ২১ নভেম্বর থাইল্যান্ডের নন্থাবুরির ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। সেখানে ঘোষণা করা হবে এবারের সেরা সুন্দরী মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগী ও দেশের নাম।