News update
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     

হানিয়া কেন ব্রেকআপ ঝালমুড়ি খেলো: রাফসান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-21, 7:53am

0f35c98d832e074990df2b1081044cb712d8237f6272ea26-2096df6e556f626abd0180a7e83e3e901758419609.jpg




প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় অবস্থানকালে ভক্তদের সাথে দেখা এবং মতবিনিময় করবেন অভিনেত্রী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।

হানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর কিছু মুহূর্ত নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে।

ইফতেখার রাফসান সামাজিক যোগাযোগা মাধ্যমে হানিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকআপ ঝালমুড়ি খেলো।’

ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায়, রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া; তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা।

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।