News update
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     

কাকে খোঁচা দিলেন পরীমণি, কী বলছেন নেটিজেনরা?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-06, 6:16am

ccba2eae8f09fcf725e8578bacb0166391c48a5022d32293-b8af70b0fecdf5158f2b305894089bca1757117811.jpg




আওয়ামী লীগের সংরক্ষিত আসনে এমপি হতে চাওয়া অপু বিশ্বাস সম্প্রতি বিএনপির এক অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, শোবিজ অঙ্গনসহ নানা পেশার মানুষ অপুর বিষয়টি নিয়ে চর্চা করছেন।

এর মধ্যেই কারো নাম উল্লেখ না করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরী। লাল রঙের ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখেন পাঁচটি লাইন।

পরী লেখেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।

এরপরই পরী লেখেন, পল্টিবাজ। সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা!

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীর এমন পোস্টের পর নিজেদের মতামত জানাতে শুরু করেন ভক্তরা। মন্তব্যের ঘরে পরীকে নিয়েই নেটিজেনরা বিদ্রুপ করতে শুরু করেন।

একজন লেখেন, ‘এটা ট্রিকস বোন।’ আরেকজন লেখেন, ‘বড় বোনের নামে এসব কেউ বলে!’

অনেকে আবার পরীকে খোঁচা দিয়ে লেখেন, ‘একজন একদিন হিন্দু একদিন মুসলিম। আর একজন প্রতিদিন একটা করে ছেলের বউ সাজে!’