News update
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     
  • Eminent writer Badruddin Umar passes away     |     
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     

ভালোবাসা দুই সেকেন্ডেই ঘৃণায় রূপান্তর হয়, কেন বললেন অপূর্ব?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-05, 11:27am

ada00657b78d36481a374f1bf6a0fc852762f69cc78feb26-79dde57d266781efc50f8f10cfab0bd31757050077.jpg




ছেলে আয়াশকে নিয়ে নেতিবাচক মন্তব্য অন্তর্জালে ছড়িয়ে পড়ার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জানালেন, অনেকের ভিত্তিহীন মন্তব্য, বানোয়াট তথ্যে মানসিক চাপে পড়তে হয় তারকাদের।

অভিনেতা অপূর্ব বলেন, ‘একটা তথ্য ভিন্নভাবে ছড়িয়ে পড়তে বহুবার দেখেছি। ক্যারিয়ারে কাজ করার সময় একাধিকবার এমন সমস্যায় পড়েছি। বারবারই বলেছি, আইনের ব্যবস্থা নেবো, কিন্তু শেষ পর্যন্ত আর নেয়া হয়নি। কিন্তু ছেলের ব্যাপারে আইনি ব্যবস্থা আগে নিয়েছি, তারপর বিষয়টা সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছি।

অপূর্ব আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর জন্য কিছু মানুষকে আইনিভাবে ধরা হয়েছিল। তখন দেখেছি, ওরা বয়সে এত ছোট যে কী বলবো, মায়া লাগছিল। অনেকে ঠিকমতো কথা বলতে পারছিলো না। ওদের দেখে এতো মায়া লেগেছিল যে সরি, বলার পর ওদের ছেড়ে দেয়া হয়। এটা যদি পজিটিভলি চিন্তা করি, তাহলে বলবো অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। আর অন্যভাবে যদি বলি, তাহলে বলবো, প্রবাসীদের মতো তারকাদেরও অনেক সময় কাজের প্রয়োজনে দেশের বাইরে থাকতে হয়। অনেকে বাইরে থেকে বিষয়টা না বুঝে আবেগে অনেক কিছু বলেন। যা অনেক সময় আমাদের মানসিক অশান্তির সৃষ্টি করে। বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হই।

সবশেষে এ অভিনেতা বলেন,আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে। কিন্তু ভালোবাসাটা হারাতে, ভালোবাসা ঘৃণায় রূপান্তর হতে মাত্র এক-দুই সেকেন্ডের ব্যাপার। সবার সে সম্মান, ভালোবাসাটা পাওয়ার জন্যই সব সময় চেষ্টা করি, সব সময় সে চেষ্টাটা অব্যাহত থাকবে। তাই বলবো, পি্লজ ভুল বুঝবেন না।

সোশ্যাল মিডিয়ায় যারা ভুল তথ্য ছড়ান তাদের উদ্দেশে তিনি বলেন,যারা এমন গুজব, মিথ্যা-বানোয়াট তথ্য সোশ্যাল হ্যান্ডেলে ছড়ান তাদের কিছু বলে, জ্ঞান দিয়ে আসলে লাভ নেই। এটা অভ্যাসের ব্যাপার। হয়তো ভুল তথ্য ছড়িয়ে দেয়ার তাদেরও কোনো না কোনো কারণ আছে, এমনও হতে পারে। সেটা তাদের বিষয়। আমি শুধু এটুকুই বলবো, সত্যি সত্যিই থাকবে এটাই জানি।