News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

এবার হলিউডের সিনেমায় শাকিব খান, নায়িকা কে জানেন?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-21, 2:33pm

e49284b4b7b166d42f8e75f64d6472201d1c3daff56a1935-3c3b22e9057017e68ac0d13b8ae1e1521750494794.jpg




ঢালিউড, টালিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় নাম লেখাতে চলেছেন মেগাস্টার শাকিব খান। ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ‘ঢালিউড কিং’ খ্যাত অভিনেতার।

সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর।

তার পরিচালিত নতুন সিনেমা প্রসঙ্গে আসিফ বলেন, ‘এই মুহূর্তে একটি নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ চলছে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।’

মার্কিন নির্মাতা আসিক আকবর আরও বলেন, সিনেমায় দুটি নায়িকা চরিত্র রয়েছে। যার একটিতে বাংলাদেশী অভিনেত্রী এবং অন্যটিতে হলিউডের একজন অভিনেত্রী অভিনয় করবেন। সিনেমায় খলনায়ক হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে।

নায়িকা ও খলনায়কের নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক। তবে জানান, আগামী মাসের শুরুর দিকেই সিনেমার কাস্টিং বিষয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সবকিছু পরিকল্পনা মতো এগোলে ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে নতুন সিনেমাটি। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। 

প্রসঙ্গত, অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা আসিফ আকবর। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে ‘এমআর–নাইন’সহ জনপ্রিয় একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি।