News update
  • Public awareness campaign before fuel loading at Rooppur NPP     |     
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     

মুকুলের মৃত্যুতে ভারাক্রান্ত জিৎ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-25, 12:17pm

6295d872b5e6000e9979a02488811c8cf5e74a50a9c6b2a0-356cc891c3595d0d4fb74e9b030f19681748153838.jpg




ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন। শুক্রবার (২৩ মে) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর পর শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন আরেক অভিনেতা মনোজ বাজপায়ী। অসুস্থ থাকার পর শুক্রবার রাতে নয়াদিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মুকুলের সহকর্মীরা শোক প্রকাশ করে বিভিন্ন বার্তা প্রকাশ করছেন। যাদের মধ্যে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ।

মুকুলের মৃত্যুর খবরে বেশ কষ্ট পেয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে জিৎ লিখেছেন, আমার প্রিয় সহঅভিনেতা মুকুল, তোমার প্রয়াণের খবর শুনে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমরা একসঙ্গে কত হাসির মুহূর্ত আর অবিস্মরণীয় স্মৃতি ভাগ করেছি সেটে। প্রতিটি দৃশ্যে তুমি যে আনন্দ আর প্রাণচাঞ্চল্য এনেছ, তা আমি চিরকাল মনে রাখব। শান্তিতে বিশ্রাম নাও।

প্রয়াত খ্যাতিমান এই অভিনেতা ২০১২ সালে জিৎ এর বিপরীতে ‘আওয়ারা’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। সেই ছবিতে জিৎ ও সায়ন্তিকা মুখ্যচরিত্রে ছিলেন। আর খলনায়কের ভূমিকায় দেখা যায় মুকুলকে, ছবিতে তার চরিত্রের নাম ছিল টনি ভরদ্বাজ।

এরপর ২০১৪ সালে আবারও জিৎ এর সঙ্গে কাজ করেন বলিউড অভিনেতা মুকুল। ছবির নাম বচ্চন। রাজা চন্দ পরিচালিত মুকুলের চরিত্র ছিল আন্ডারওয়ার্ল্ড কিং মাস্টার।

মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা।

মনোজ বাজপেয়ী ছাড়াও বিন্দু দারা সিংহ, দীপশিখা নাগপালও শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড় পর্দা- সব প্ল্যাটফর্মেই সমান তালে কাজ করেছেন। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। সময়।