News update
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     

‘নরসুন্দরী’র জন্য পুরস্কার পেলেন তিশা-তাওকীর

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-10-20, 8:09am

retwerwerw4324-c22ec07ba6710b94a2b272e4feb361e71760926157.jpg




নারী প্রধান গল্প ‘নরসুন্দরী’র জন্য জন্য ২৪তম সিজেএফবি পারর্ফমেন্স অ্যাওয়ার্ড-এ পুরস্কার পেয়েছেন তানজিন তিশা ও সেরা নাট্যকারের পুরস্কার পেয়েছেন বিনোদন অঙ্গনের জনপ্রিয় সাংবাদিক ও নাট্যকার আহমেদ তাওকীর।

রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটি অন্তর্জালে আসার পর থেকে প্রশংসিত হচ্ছে। পাশাপাশি অভিনেত্রী তানজিন তিশাও বেশ প্রশংসিত হন। এই নাটকটিতে তানজিন তিশা গ্ল্যামারাস রূপ ভেঙে চ্যালেঞ্জিং চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন। আর সেই অভিনয়ের জন্য জিতলেন ২৪তম সিজেএফবি পারর্ফমেন্স অ্যাওয়ার্ড।

তানজিন তিশা বলেন, ‘পুরস্কার হচ্ছে কাজের স্বীকৃতি। প্রতিটি পুরস্কার আমাদের কাজের অনুপ্রেরণা দেয়। বিশেষ করে এই সম্মাননা আমাকে সামনে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।’

অন্যদিকে নরসুন্দরীর জন্য ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা নাট্যকারের পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আহমেদ তাওকীর।

আহমেদ তাওকীর বলেন, ‘এটা আসলে পুরস্কার না, কাজকে বেগবান করার একটা অস্ত্র মনে করি। এই যে আমি আজকে সেরা নাট্যকার হিসেবে পুরস্কার পেলাম এটা এখন আমাকে তাড়না দিচ্ছে ভালো কাজের। সামনে চেষ্টা করবো দর্শকদের সুন্দর সুন্দর গল্পের কাজ উপহার দেয়ার। এছাড়াও বিনোদন সাংবাদিকতার পাশাপাশি নাটক লেখায় এগিয়ে যেতে চাই।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় পড়ার সুবাদে তাওকীর নাটক লেখা শুরু করেন ২০১২ সালে। ২০২৩ সালে ‘বুক পকেটে জীবন’ নাটকের জন্য প্রথমবার মেরিল প্রথম আলোতে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অফ ফেমে এক বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেয়া হয়।