ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের ‘সোলজার’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। গোপনীয়তার মধ্য দিয়ে সিনেমাটির শুটিং চলছে। তবে এবার সেই নিরাপত্তা ভেদ করে ফাঁস হয়েছে সিনেমার গুরুত্বপূর্ণ একটি শুটিং দৃশ্য। সেটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, ঢাকার গুলশান-১ ডিএসসিসি মার্কেটে সিনেমার একটি দৃশ্যের শুটিং চলাকালীন একজন পথচারীর ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো শার্ট ও প্যান্ট পরিহিত শাকিব খান পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাজার মনিটরিং করছেন। দৃশ্যটি দেখে অনেকেই ধারণা করছেন, সিনেমাতে তিনি হয়তো একজন দায়িত্বশীল কর্মকর্তা বা দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করছেন।
ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, ‘লুকটা একদম দুর্দান্ত, পারফেক্ট সোলজার!’—আবার কেউ হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘এভাবে যদি শুটিং দৃশ্য আগেই ফাঁস হয়ে যায়, তাহলে সিনেমার চমকটাই তো শেষ!’
এ ছাড়াও সম্প্রতি এফডিসিতে শুটিং চলাকালে শাকিবের একটি লুক ফাঁস হয়। ফেসবুকে একটি ছবি শেয়ার করেন নির্মাতা নারগিস আক্তার। যেখানে সুপারস্টারকে দেখা যায় সোলজার লুকে।
এর আগে ‘সোলজার’-এর ৩৪ সেকেন্ডের টিজার প্রকাশ পেয়েছিল। সেখানে দুর্নীতি, সিন্ডিকেট আর রাষ্ট্রীয় অব্যবস্থার বিরুদ্ধে এক যোদ্ধার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। ভিডিওর শুরুতেই দেখা যায় বাংলাদেশের পতাকা আর কিছু প্রতীকী স্থাপনা।
সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।