News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-06-05, 10:06am

eid_movie_25_2-6ef1caabcbc6aa762d0c227f7bc5b5021749096379.jpg

ঈদের ৬ সিনেমার পোস্টার। ছবি : ফেসবুক থেকে নেওয়া



সারা বছর নীরব থাকলেও ঈদ মানেই যেন ঢাকাই সিনেমার উৎসব। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়। মুক্তির তালিকায় রয়েছে ৬টি সিনেমা। তবে সপ্তাহখানেক আগেও তালিকায় ছিল ১০ সিনেমার নাম। শেষ দিকে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে ৪ সিনেমা। গল্প, অভিনয় আর চরিত্রের বৈচিত্র্যে ভরপুর এবারের ঈদের সিনেমাগুলো।

তাণ্ডব

পরিচালনা : রায়হান রাফী

অভিনয় : শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর

গল্প: মুখোশ পরে টিভি চ্যানেলে হামলা চালায় এক ব্যক্তি। হত্যা, জিম্মি আর সংঘর্ষের ভেতর জড়িয়ে আছে গভীর এক ষড়যন্ত্র।

নীলচক্র : ব্লু গ্যাং

পরিচালনা: মিঠু খান

অভিনয়: আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু

গল্প: হুট করে ভাইরাল হয়ে যাচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও। সোশ্যাল মিডিয়ার ফাঁদে হারিয়ে যাওয়া তরুণ সমাজ। প্রযুক্তিনির্ভর প্রতারণার গল্প।

ইনসাফ

পরিচালনা: সঞ্জয় সমদ্দার

অভিনয়: শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম

গল্প: ঢাকায় বাড়ছে অপরাধ। তদন্তে নামে পুলিশ কর্মকর্তা ফারিণ, ডন ইউসুফ কি ফিরেছেন?

উৎসব

পরিচালনা: তানিম নূর

অভিনয়: জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম

গল্প: ‘আ ক্রিসমাস ক্যারল’ থেকে অনুপ্রাণিত, আত্মাদের সাক্ষাতে বদলে যান এক কৃপণ ব্যবসায়ী।

এশা মার্ডার: কর্মফল

পরিচালনা: সানী সানোয়ার

অভিনয়: বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর

গল্প: ভালোবাসা দিবসে তিন খুন! তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। বেরিয়ে আসে ভয়াবহ এক সত্য।

টগর

পরিচালনা: আলোক হাসান

অভিনয়: আদর আজাদ, পূজা চেরি

গল্প: বন্দর এলাকায় কালোবাজারি আর ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ে নামেন প্রতিবাদী তরুণ টগর।

সরে গেছে ৪ সিনেমা

ঈদের বাকি তিন দিন। গত সপ্তাহেও মুক্তির তালিকায় ছিল ১০ সিনেমার নাম। কদিন আগে সরে দাঁড়িয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। এ ছাড়া পোস্টার প্রকাশের পর থেমে গেছে রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’-এর প্রচার।  এনটিভি।