News update
  • Israeli Assault Has Plunged Gaza Into Worst Economic Collapse     |     
  • Woman sent to jail on charges of killing 8 puppies in Pabna     |     
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     
  • Sediment-borne fertility transforms northern Bangladesh     |     
  • 3 Armed Forces Chiefs, Jamaat Ameer visit Khaleda Zia at Hospital     |     

আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে তিন পাক পুলিশ নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-12-04, 7:29am

53fc940ea7acc5849e57bc9d98704df6b32a2d2025611945-ec600a414ebf01e10f7cb138d5855d681764811794.jpg




আফগান সীমান্তের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন পাকিস্তানি পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন। পাক কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি সাবাহ।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, আজ বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় এই বিস্ফোরণ ঘটে। গত তিনদিনে এ ধরনের তৃতীয় ঘটনা এটি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

একদিন আগেই অর্থাৎ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে একজন সরকারি প্রশাসককে বহনকারী একটি গাড়িতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাকে, তার দুই রক্ষী এবং একজন পথচারীকে হত্যা করে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী আজকের এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে এই হামলার জন্য পাকিস্তানি তালেবানকে (টিটিপি) দায়ী করেছেন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবান আফগানিস্তানের তালেবান সরকারের থেকে আলাদা। কিন্তু টিটিপিকে তাদের মিত্র হিসেবে দেখে পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীটি পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান তীব্র করেছে।

পাকিস্তানে সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের সাথে দেশটির উত্তেজনাও তীব্র হয়েছে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে ইসলামাবাদ টিটিপিকে আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে, যা কাবুল অস্বীকার করেছে।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত ৯ অক্টোবর কাবুলে ড্রোন হামলার ঘটনা ঘটে। যে হামলার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে তালেবান-নেতৃত্বাধীন আফগান সরকার। এরপর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শুরু হয় সীমান্ত সংঘাত যাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

প্রায় ১০ দিন পর গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, যদিও ইস্তাম্বুলে পাক ও আফগান প্রতিনিধিদলের মধ্যে সাম্প্রতিক একাধিক বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।