
২০২৩ সালের অক্টোবরে হামাস-নেতৃত্বাধীন হামলা ঠেকাতে ‘ব্যর্থতার জন্য’ ইসরাইলি সামরিক বাহিনী বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত এবং অন্যদের নিন্দা করেছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা জেনারেলদের তালিকায় সামরিক গোয়েন্দা, অভিযান এবং দক্ষিণ কমান্ডের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
যদিও, ঠিক কতজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদন মতে, গাজা উপত্যকায় ধ্বংসাত্মক যুদ্ধের সূত্রপাত করা ওই হামলার তদন্ত শুরু করার আগেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলো ইসরাইল সরকার।
ইসরাইলি সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে ঘোষণা করেছে, বেশ কয়েকজন কর্মকর্তাকে রিজার্ভ ডিউটি থেকে অব্যাহতি দেয়া হচ্ছে এবং তারা আর সেনাবাহিনীতে কাজ করবেন না।
সামরিক প্রধান ইয়াল জামির বলেছেন, ‘আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) ৭ অক্টোবর রাষ্ট্রের বেসামরিক নাগরিকদের রক্ষা করার প্রাথমিক মিশনে ব্যর্থ হয়েছে ইসরাইল।’
তিনি আরও বলেন, ‘এটি একটি গুরুতর, প্রবল, পদ্ধতিগত ব্যর্থতা। সেই দিনের শিক্ষা তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতের জন্য এগুলো আমাদের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।’
সূত্র: আল জাজিরা