News update
  • Empower UN Women: Strengthen Global Gender Leadership     |     
  • 52,500 Tonnes of Russian Wheat Reach Kutubdia Anchorage     |     
  • Toxic Waste Chokes Dhaka’s Four Major Rivers     |     
  • NRB Remittance Rescued Economy After July Crisis: CA     |     
  • 36 Killed, Dozens Injured in Tamil Nadu Rally Stampede     |     

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর হামলায় নিহত ৪

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-09-29, 7:58am

fa81be02c4d9aa7a6657f6a84a59a58b64eeabdfd6631992-07f4d5038d808d9524b5717fb0eaf3c41759111094.jpg




যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি মরমন চার্চে গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডেরে ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে মিশিগানের ডেট্রয়েট শহর থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে গ্র্যান্ড ব্লাঙ্ক এলাকায় যিশু খ্রিস্ট অব ল্যাটার-ডে সেইন্টস চার্চে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম টমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি ইচ্ছাকৃতভাবে চার্চে আগুন লাগিয়ে দিলে মুহূর্তেই ভবনটি দাউদাউ করে জ্বলে উঠে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। টমাস জ্যাকব পাশের বার্টন শহরের বাসিন্দা এবং সাবেক মেরিন কর্পস সদস্য। হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।

কর্মকর্তারা জানিয়েছেন, গুলিবর্ষণে দুজন ঘটনাস্থলেই মারা যান। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা পরে পুলিশ গির্জার পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে।

গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপ পুলিশ প্রধান উইলিয়াম রেনিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কিছু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। স্যানফোর্ড যখন গাড়ি নিয়ে গির্জায় ঢুকে পড়েন, তখন সেখানে কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। ভবনটি এখনো পুরোপুরি তল্লাশি শেষ হয়নি, সেখানে আরও হতাহত থাকতে পারে।

মার্কিন সামরিক বাহিনীর রেকর্ড থেকে জানা যায়, স্যানফোর্ড ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একজন মার্কিন মেরিন ও ইরাক যুদ্ধের একজন অভিজ্ঞ সৈনিক ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘খ্রিস্টানদের ওপর আরেকটি লক্ষ্যভিত্তিক হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এফবিআই এখন তদন্তের নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশে সহিংসতার এই মহামারী অবিলম্বে শেষ হওয়া উচিত!