কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় হামলায় রাশিয়ার নৌবাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস। আন্তর্জাতিক আরেক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফও এ খবর দিয়েছে।
প্রতিবেদন মতে, প্রিমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো টেলিগ্রামে দেয়া এক পোস্টে ওই জেনারেলের মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন, যেখানে তিনি গুডকভের পরিবার এবং ‘কুরস্ক অঞ্চলে মারা যাওয়া অন্য সৈন্যদের’ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। যদিও ওই অঞ্চলে রুশ সেনাদের মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে কোরেনেভো শহরের কাছে নিজেদের কমান্ড পোস্টে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় গুডকভ এবং আরও ১০ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। যদিও এ তথ্য নিশ্চিত করা যায়নি।
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সামরিক সম্প্রচারমাধ্যম ‘জভেজদা’ জানিয়েছে, জেনারেল গুডকভ বুধবার (২ জুলাই) ‘কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকায় যুদ্ধের দায়িত্ব পালনের সময়’ মারা গেছেন।
জানা গেছে, গেল মার্চ মাসে উপ-নৌবাহিনী প্রধান হিসেবে পদোন্নতির আগে গুডকভ সুদূর পূর্ব প্রিমোরি অঞ্চলে অবস্থিত রাশিয়ান প্যাসিফিক ফ্লিটের ১৫৫তম গার্ডস নেভাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্বে ছিলেন।
একটি পারমাণবিক সাবমেরিনের ক্রুদের সাথে টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে মিখাইল গুডকভকে তার পদোন্নতির কথা জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।