News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

পুতিন, ট্রাম্প ও জেলেনস্কিকে তুরস্কে আতিথ্য দিতে চান এরদোয়ান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-03, 6:41am

62f44a9ddd3719b0efb566ff7e15358f36c677c84d8c0596-16e7f5530204504b3b61e913cb3bdf551748911315.jpg




ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনাকে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেছেন, তিনি তার দেশে রাশিয়ান, ইউক্রেনীয় এবং মার্কিন প্রেসিডেন্টকে আতিথ্য দিতে চান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো ইস্তাম্বুল বা আঙ্কারায় পুতিন ও জেলেনস্কিকে একত্রিত করা এবং ট্রাম্পকেও তাদের সাথে যুক্ত করা।

‘যদি তারা রাজি হয়, আমিও এই বৈঠকে তাদের সাথে যোগ দিতে চাই,’ যোগ করেন এরদোয়ান। 

যত দ্রুত সম্ভব এই লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি।সূত্র: আল জাজিরা