News update
  • Ctg Port’s historic milestone in 2025 container handling, revenue     |     
  • NBR Probes Bank Records of 100 Exporters Over Bond Abuse     |     
  • Hadi murder case: Sanjay, Faisal give ‘confessional’ statements     |     
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     

জাপানের দিকে আবার ধেয়ে গেল উত্তর কোরিয়ার মিসাইল

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-02-19, 8:16am

058e1960-af95-11ed-86dd-91880a48894d-8973eb3ea6a947782cad90ab197935151676772964.jpg




উত্তর কোরিয়া জাপান সাগরে একটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের জানিয়েছেন, মিসাইলটি হোক্কাইডো দ্বীপের পশ্চিমে জাপানের নিজস্ব অর্থনৈতিক জলসীমায় গিয়ে পড়েছে বলে দৃশ্যত: মনে হচ্ছে।

এটা ছিল সাত সপ্তাহের মধ্যে পিয়ংইয়াংয়ের প্রথম মিসাইল পরীক্ষা।

দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এর বিরুদ্ধে পিয়ংইয়াং সরকার শুক্রবার একটি “অভূতপূর্ব শক্তিশালী” জবাব দেয়ার হুমকি দিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও নিষেধাজ্ঞা অমান্য করেই পরমাণু অস্ত্রসজ্জিত উত্তর কোরিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে।

গত বছর ধরে দেশটি কয়েক ডজন উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

সোল থেকে বিবিসি সংবাদদাতা জিন ম্যাকেঞ্জি জানাচ্ছেন, মিসাইল শনিবারের হোক্কাইডোর পশ্চিম উপকূলে এসে পড়ার আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে উড়ে যায়।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক বসন্তকালীন সামরিক মহড়ার জন্য এখন তৈরি হচ্ছে।

আগামী মাসে এই মহড়া হওয়ার কথা রয়েছে।

চলতি বছর এই দুই দেশ তাদের মহড়ার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।

উত্তর কোরিয়া তার আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলগুলোকে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম, সেগুলোকে আরও উন্নত করার চেষ্টা করছে।

গত সপ্তাহে পিয়ংইয়াংয়ের রাস্তায় অন্তত এক ডজন সামরিক কুচকাওয়াজ হয়েছে। তথ্য সূত্র বিবিসি বাংলা।