
যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার বন্দুক হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত ব্যক্তি এখনো পলাতক রয়েছে। খবর এএফপি’র।
মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গুলি চালানোর ঘটনার পরপরই শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়।
পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে একা এবং পায়ে হেঁটে যেতে দেখা গেছে। সে মুখোশ পরিহিত খাটো মানুষ ছিল এবং তার গায়ের রং কালো ছিল বলে ধারণা করা হচ্ছে।
টুইটারে দেয়া এমএসইউ ক্যাম্পাস পুলিশের এক বিবৃতিতে বলো হয়, ‘সেখানে বন্দুক হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।’
এতে আরো বলা হয়, আহতদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
মিশিগান গভর্নর গ্রেনেচ হুইটমারকে এ বন্দুক হামলার বিষয়ে অবহিত করা হয়েছে এবং তিনি বলেন, পুলিশ এলাকাটি সুরক্ষিত করার জন্য কাজ করছে।
বিশ্ববিদ্যারয়ের অ্যাথলেটিক লোগোর কথা উল্লেখ করে তিনি টুইটারে লিখেছেন, ‘আসুন আজ রাতে স্পারটান সম্প্রদায়ের চারপাশে আমাদের অস্ত্র গুটিয়ে নেই।’
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা অনেক বেড়ে যাওয়ার অংশ হিসেবে দেশটির বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা উদ্বেগজনকভাবে একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আগ্নেয়াস্ত্রের বিস্তার বেড়েছে। তথ্য সূত্র বাসস।